কলকাতা: পর্দায় বরাবর নিজেকে অন্যভাবে তুলে ধরেছেন অভিনেত্রী আভেরী সিংহরায় (Averi Singharoy)। নতুন রূপে টেলিভিশনের পর্দায় আভেরী, চমক দেবেন ভিন্নধারার চরিত্রে। ‘অলক্ষী ইন গোয়া’ থেকে শুরু করে ‘আমার বস’, বড় পর্দায় অন্যরকম চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত অভিনেত্রী আভেরী সিংহ রায়। ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।বড় পর্দার পর এবার আবার ছোটপর্দায় ফিরে আসতে চলেছেন অভিনেত্রী। ‘স্পেশাল ইনভেস্টটিকেটিভ টিম’ সিরিয়ালে অভিনয় করতে চলেছেন তিনি। ঋষি কৌশিক অভিনীত এই ধারাবাহিকে অন্যতম একজন পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করবেন আভেরী।
ছোটপর্দা থেকে বড়পর্দা এমনকি ওটিটি প্ল্যাটফর্ম, সব মাধ্যমেই নতুন নতুন চরিত্রে নতুনভাবে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ছোটপর্দা থেকে বেশ কিছুদিন দূরে থাকার পর ফের ফিরতে চলেছেন সেই চেনা ঘরে। নতুন চরিত্রে, নতুন ধারাবাহিকে দেখা যাবে আভেরীকে। ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’ ধারাবাহিকে দেখা যাবে আভেরীকে। এখানে এইজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আভেরীকে। আভেরীর পাশাপাশি এই ধারাবাহিকে দেখা যাবে ঋষি কৌশিক, রুকমা রায় ও বাসবসত্তা চট্টোপাধ্যায়কে। এবার এই ধারাবাহিকে ইন্সপেক্টর নীলিমার চরিত্রে অভিনয় করবেন আভেরী। যদিও নিজের আসল চরিত্রে অভিনয় করবেন না তিনি। বেশিরভাগ সময় নিজের পরিচয় লুকিয়েই অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তবে পেশায় পুলিশ অফিসার নীলিমা দাস অর্থাৎ আভেরী নিজের পরিচয় গোপন রেখে ফুড ভ্লগার হিসাবে নিজের পরিচয় দেয়। কিন্তু কেন নিজের পরিচয় গোপন রাখেন তিনি? তা জানা যাবে ধারবাহিকের গল্প এগোনর সঙ্গে সঙ্গে। আপাতত অভিনেত্রীকে এই নতুন চরিত্র দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
View this post on Instagram
অন্য খবর দেখুন